ভারতের কাছে সাহায্য চাইলেন সোয়েব আখতার

ভারতের পারফরমেন্স এর দিকে পাখির চোখ করে বসে রয়েছে পাকিস্তান। ভারত ইংল্যান্ডকে হারালে সুবিধা হবে পাকিস্তানের, এদিকে ভারত যদি বাংলাদেশ এর কাছে হেরে যায় তাহলে কার্যত সেমিফাইনালের দৌড় থেকে বাদ পরে যাবে পাকিস্তান। বর্তমানে ভারতীয় দলের কাছে সাহায্য চাইতে দ্বিধা বোধ করছেনা পাকিস্তান।

শোয়েব আখতার বলেছেন, ”পাকিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এবার আমাদের ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে। বিরাটরা ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে গেলে আমাদের আশা থাকবে। এখন একমাত্র ভারতই আমাদের সাহায্য করতে পারে।” তবে এসবের মাঝে আবার হুঙ্কারও ছেড়ে রাখলেন শোয়েব। রসিকতার ছলে বললেন, ”আমরা বাকি দুটো ম্যাচ জিতব। আর ভারত ইংল্যান্ডকে হারাবে। তার পর সেমিফাইনালে মুখোমুখি হয়ে ভারতকে হারাব।”

সেমিফাইনালের দৌড় ভারতের খেলার দিকেই চোখ রাখতে হচ্ছে পাকিস্তান কে। রবিবার ইংল্যান্ড বনাম ভারতের ম্যাচে ভারত সহ পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকরাও ভারতকেই সমর্থন করবে। কার্যত বলাই যায় এখন ভারতই ভরসা পাকিস্তান ও বংলাদেশের।

error: Content is protected !!