বিশ্বকাপ আপডেট 2019

2রা জুন, 2019
গতকাল ক্রিকেট বিশ্বকাপের ডাবল হেডারে মুখোমুখি হয় নিউ জিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ও ওপর দিকে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া।

তৃতীয় ম্যাচে কিউই অধিনায়ক উইলিয়ামসন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন।
ব্যাট করতে নেমে তাসের ঘরের মতন ভেঙে পরে শ্রীলঙ্কান ব্যাটিং। 29.2 ওভারে 136 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা, শ্রীলঙ্কান অধিনায়ক করুনারতনে 52(84), হেনরি ও ফার্গুসন 3 টি করে উইকেটে নেন। 137 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ড 16.1 ওভারে 10 উইকেটে জয় ছিনিয়ে নেয়, গুপটিল 73(51) ও মুনরো 58(47)*।
ম্যান অফ দা ম্যাচ ম্যাট হেনরি (7-29-3)

চতুর্থ ম্যাচে আফগনিস্তান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে 38.2 ওভারে 207 রানে গুটিয়ে যায় আফগানি ইনিংস। নজিবুল্লাহ 51(49), কামিন্স ও জাম্পা 3টি করে উইকেটে নেয়।
ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 34.5 ওভারে নিজেদের লক্ষে পৌঁছে যায় অস্ট্রেলিয়া 209-3, ওয়ার্নার 89(114)*, ফিঞ্চ 66(49)
ম্যান অফ দা ম্যাচ ডেভিড ওয়ার্নার।

Leave a Comment

error: Content is protected !!