JIO কেলেঙ্কারি

7 জুন, 2019, নিজেস্য প্রতিবেদন

কাঁথির, বাথুয়াড়ীতে কয়েকদিন যাবৎ জিও নেটওয়ার্ক নিয়ে সমস্যায় ভুগছেন এলাকাবাসী। জুনের 1 তারিখ কাস্টমার কেয়ার এর সাথে যোগাযোগ করায়, তাদের উক্তি 48 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হবে। কিন্তু তা হয়নি আজও।

এলাকাবাসী খোঁজ নিয়ে দেখেন, এই টাওয়ারের দায়িত্বে বা যার মালিকানায় এই টাওয়ার রয়েছে তিনিই বন্ধ করে রেখেছেন টাওয়ারটি। এলাকাবাসী তার কাছে ঘেরাও হওয়ায়, তিনি জানান দীর্ঘ 3 বছরে কোনোরকম আর্থিক সাহায্য পাননি তিনি।

জিও কোম্পানি ও টাওয়ারের মালিকের সমস্যায় ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। বর্তমানে অধিকাংশ মানুষই জিও নেটওয়ার্ক ব্যবহার করেন। তাদের উক্তি এই কয়েকদিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ থাকায় কোনোরকম যোগাযোগ করতে পারছেন তারা, এছাড়াও নেট পরিষেবায় বন্ধ থাকায় অনেক ব্যবসায়ীদেরই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন।

এই ভোগান্তি আরো কতদিন চলবে তা নিয়ে জল্পনায় রয়েছেন এলাকাবাসী।
স্থান-
গ্রাম+পোস্ট – বাথুয়াড়ী
পুলিশ স্টেশন – এগরা
পিন – 721422
জেলা – পূর্ব মেদিনীপুর

সংবাদ দাতা – সৌভিক গুছাইত

Table of Contents

error: Content is protected !!