বিশ্বকাপ ২০১৯ আপডেট ৩রা জুন

২রা জুন, ২০১৯
গতকাল বিশ্বকাপের পঞ্চম ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ।
সাউথ আফ্রিকা টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক ডু প্লেসিস।
ব্যাটিং করতে নেমে শক্তিশালী আফ্রিকান বোলিং লাইন আপের সামনে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ করে বাংলাদেশ। রহিম ৭৮(৮০), সাকিব ৭৫(৮৪)।
৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ করে সাউথ আফ্রিকা। ডু প্লেসিস ৬২(৫৩) ও মুস্তাফিজুর রহমান ১০-৬৭-৩।
ম্যান অফ টি ম্যাচ সাকিব অল হাসান ৭৫(৮৪) ও ১০-৫০-১।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই ক্রিকেট বিশ্বকে চমকে দিলো বাংলাদেশ। এটিই বাংলাদেশ এর বিশ্বকাপের(ODI) সর্বকালের সেরা টিম টোটাল। পর পর দুটি হারের পর কার্যত বলাই যায় সাউথ আফ্রিকার জন্য বিশ্বকাপের দৌড়টা যথেষ্ট কঠিন হয়ে গেলো।

IMG 20190603 102111
PICTURE COURTESY CRICBUZZ
error: Content is protected !!