17 জুন, 2019,
গতকাল বিশ্বকাপের 22 নং ম্যাচে মুখোমুখি হয় ভারত পাকিস্তান। এই চরম উত্তেজনার ম্যাচে ভারত 89 রানে জিতে যায়।
টসে জিতে পাকিস্তান বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটি করতে নেমে প্রথম থেকেই রহিত শর্মা আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করতে থাকে। খুব তাড়াতাড়ি অর্ধশতরান তারপরে শতরানের গণ্ডি পেরিয়ে যায় রহিত। 50 ওভার শেষে 336/5 রান করে ভারত। রহিত 140(113), কোহলি 77(65), রাহুল 57(78) ও আমির 10-1-47-3
বৃষ্টির কারণে D/L পদ্ধতিতে পাকিস্তান কে 40 ওভারে 302 করতে হতো। 40 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 212 রান অবধি তুলতে পারে পাকিস্তান।
89(D/L) রানে জিতে যায় ভারত। ফকর 62(75)
ম্যান অফ দ্য ম্যাচ রহিত শর্মা।