পূর্ব মেদিনীপুরে কাট মানি নিয়ে বিক্ষোভ বিজেপি সমর্থকদের

27th জুন, 2019, পূর্ব মেদিনীপুর, এগরা,

এগরা থানার অন্তর্গত, কসবা গ্রামীণ পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিজেপি সমর্থকরা কাট মানি নিয়ে বিক্ষোভ করে। তাদের দাবি প্রশাসন জানো তাদের পাওনার টাকা তাদের ফিরিয়ে দেয়। আবাস যোজনা ও রাস্তা তৈরির যে টাকা প্রশাসনিক দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা অবৈধ ভাবে নিয়ে নিয়েছেন, সাধারণ মানুষ কে বঞ্চিত করে তা জানো তাদের ফিরিয়ে দেওয়া হয়।

IMG 20190627 225839
Collected

অঞ্চল প্রধান জানালেন – “যদি সঠিক প্রমাণ পাওয়া যায় তাহলে দোষীরা অবশ্যই প্রশাসনিক ভাবে শাস্তি পাবে।”

IMG 20190627 225812
Collected
error: Content is protected !!