ষষ্ঠ দফা ভোটের আগে রাজ্যে বৃহস্পতিবার দুটি সভায় ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাঁকুড়ার পুরন্দরপুরের সভাটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে৷ কিন্তু পুরুলিয়ার রায়বাঘিনী মাঠে সভা শুরু হওয়ার আগেই তুমুল বিশৃঙ্খলা৷ উপচে পড়া ভিড়ের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ি, সংঘর্ষ৷ সবচেয়ে সুরক্ষিত ডি জোনের ব্যারিকেড ভেঙে চেয়ার নিয়ে মঞ্চের একেবারে সামনে যাওয়ার চেষ্টা সমর্থকদের৷ মুহূর্তের মধ্যে পরিস্থিতি পুলিশের একেবারেই হাতের বাইরে চলে গিয়েছে বলে খবর৷