কাঁথিতে এক্সিডেন্ট প্রাণ হারালো দুজন

কাঁথি – বেতা, দুবদা ট্রেকার ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো দুজন, ঘটনাটি ঘটেছে কাঁথি এগরা লাইনের রাউতারার কাছে।

IMG 20190608 152828

প্রত্যক্ষদর্শীদের মতে ডাম্পার চালক মদ্যপ অবস্থায় ছিলেন, অন্য পাশে যাওয়া ট্রেকারে সাথী মুখোমুখি সংঘর্ষ করে দ্রুত ছুটে আসা ডাম্পার।

ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়দের সহযোগিতায়।

পুরো ব্যাপারটি খতিয়ে দেখছেন কাঁথি থানার পুলিশ।

error: Content is protected !!