৫ মে,২০১৯
সকাল ৮-৯ টা নাগাদ দীঘা মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় এক ডাম্পার ও পুলিশ ভ্যানের। পুলিশ ভ্যানের চালকসহ এক অফিসার আহত হন, স্থানীয় বাসিন্দারা তাদের এগরা সুপার স্পেশালিটি হসপিটালে পাঠান। ঘটনা খুব অল্প সময়ের মধ্যেই এগরা থানার পুলিশ পৌঁছে যায় ওই স্থানে। আটক করা হয়েছে ডাম্পারটিকে, ডাম্পারের চালক ও হেলপার পলাতক। কোনরকম হতাহতের খবর এখনো জানা যায়নি।