এগরায় ট্রেকার উল্টে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার, আহত একাধিক

12 জুন, 2019, এগরা
সকাল 10:30 নাগাদ এগরা থানার জেড়থানে যাত্রীবাহী ট্রেকার উল্টে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার, পড়ুয়ার নাম সুকুমার কামিলা (23)।
স্থানীয় সূত্রে খবর জেড়থানে এগরা – কসবাগোলা যাত্রীবাহী একটি ট্রেকার এগরার দিকে আসছিল। রাস্তার কাজ চলায় হঠাৎ করে নেতাজি মার্কেট এর কাছে ট্রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় মৃত্যু হয় এগরা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সুকুমার কামিলা, এছাড়াও আহত হয়েছে একাধিক জন। আহতদের সংকটজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

সুকুমার কামিলার বাড়ি মোহনপুর থানার তনুয়া গ্রামে। সুকুমার এগরা কলেজে ভূগোলের তৃতীয় বর্ষের ছাত্র। পরীক্ষার রেজাল্ট আনতে কলেজ গেছিল সুকুমার।

Table of Contents

error: Content is protected !!