হাওয়া অফিস সূত্রে খবর আগামী ২দিনে ভীষণ ভাবে বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে বাড়বে আদ্রতাও। তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
বিশেষজ্ঞদের মতে, এই গরমে প্রত্যহ ৩-৪ লিটার জল পান করা উচিত, তবে জলে বরফ না মেশানোর পরামর্শ দিচ্ছেন, তাতে অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছেন, কোল্ড ড্রিঙ্কস এর পরিবর্তে রসালো ফল বা টাটকা ফলের জুস খাওয়া তুলনামূলক ভাবে বেশি উপকারী, প্যাকেটজাত জুস এর তুলনায়। এছাড়াও, বাইরে বেরোলে ছাতা বা টুপির ব্যবহার করতে বলা হচ্ছে।