আগামী ২দিনে আগুন জ্বলবে বাংলায়

হাওয়া অফিস সূত্রে খবর আগামী ২দিনে ভীষণ ভাবে বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে বাড়বে আদ্রতাও। তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।

150526092444 india heat deaths exlarge 169

বিশেষজ্ঞদের মতে, এই গরমে প্রত্যহ ৩-৪ লিটার জল পান করা উচিত, তবে জলে বরফ না মেশানোর পরামর্শ দিচ্ছেন, তাতে অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছেন, কোল্ড ড্রিঙ্কস এর পরিবর্তে রসালো ফল বা টাটকা ফলের জুস খাওয়া তুলনামূলক ভাবে বেশি উপকারী, প্যাকেটজাত জুস এর তুলনায়। এছাড়াও, বাইরে বেরোলে ছাতা বা টুপির ব্যবহার করতে বলা হচ্ছে।

heat wave man drinking water sun heat 6e04b70a 07aa 11e6 b721 c78c25b321e6
error: Content is protected !!