lance of earth amazon jungle

পৃথিবীর ফুসফুস আমাজন জঞ্জল

আমাজন জঞ্জল হলো এক বিশেষ জায়গা যেখানে কয়েক কোটি জীব বাস করে ,একে পৃথিবীর ফুসফুস বলে জানা যায় কেননা আমাদের এডমোস্ফিয়ার ২০% অক্সিজেন উৎপন্ন করে , এই জঞ্জল টি বিশেষ ভূমিকা পালন করে এই জঞ্জল সাউথ আমেরিকা, ব্রাজিল ,ভেনিজুয়েলা, পেরু ,বলিবিয়া, ইকুয়েডর ,গায়ান ,আর সুরিনাম বিস্তীর্ণ রোয়েছে কিছু দিন হলো এখানে ভয়ানক আগুন লেগে গেছে ,এই আগুনের ধুঁয়ো অনেক দেশে ক্ষতি হয়েছে , এর আগেও আগুন লেগেছে কিন্তু এই আগুন তিন সপ্তাহ ধরে জঞ্জল টিকেপুড়িয়ে দিচ্ছে এখনো প্রায় ৫২ হাজার স্কয়ার পুড়ে গেছে।
আন্দাজ করতে পারছেন কিভাবে ভয়ানক আগুন লেগেছে। এই আগুন টি এত মাত্রায় বেড়েছে যে জঞ্জল থেকে ৩২০০ কিলোমিটারে অবস্থিত সাওপাওলতে দিনের বেলায় গাড়ি হেড লাইট এবং বাড়িতে লাইট ব্যবহার করতে হচ্ছে দিনের বেলায় সূর্য দেখে যাচ্ছে না।
আগুন টি কৃষি জন্যে জায়গা দরকার বলে আগুন টি লাগানো হয়েছে বা প্রাতিক কারণে আগুন লেগেছে। আমাদের জীবনে বিরাট একটা অন্ধকার নেমে আসতে চলেছে।

Leave a Comment

error: Content is protected !!