১৫ মে, ২০১৯
গতকাল কলকাতার বিদ্যাসাগর কলেজের ঘটনা নিয়ে, সারা বাংলা নিন্দনীয় মন্তব্য করে চলেছেন সকলেই। বর্তমানে ফেসবুক একটি বড় মাধ্যম নিজের মন্তব্য পেশ করার।
কিন্তু আমরা কয়েকদিন আগেই দেখেছি প্রিয়াঙ্কা শর্মা নাম এক বিজেপি কর্মী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এক বিকৃতি ছবি ফেসবুকে শেয়ার করে তাকে যেতে হয় জেলে।
আজকেও দেখা গেলো প্রায় একই রকম ঘটনার পুনরাবৃত্তি। ফেসবুকে এক বিজেপি কর্মী মন্তব্য করে বলেন, “বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভাঙেনি। আর যদি বা ভেঙে থাকে, বেশ করেছে। বিধবা পুনর্বিবাহ ভারতে দেখা সবচেয়ে খারাপ সংস্কারের মধ্যে একটি। এটি দেখতে খুব ভালো লাগছে যে এমন এক সংস্কারকের মূর্তি ভেঙে পরে আছে।”
(Picture courtesy FACEBOOK)
বিদ্যাসাগর কলেজের ঘটনা নিয়ে আপনার মতামত কমেন্ট এ জানান———-