পাকিস্তানে জঙ্গি হামলায় মৃত ৯, আহত কমপক্ষে ৩০

রবিবার রাতে পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়ায় জোড়া জঙ্গি হামলায় মৃত ৯ ও আহত ৩০-৩৫।

পুলিশ সূত্রে খবর, খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানের একটি চেক পোস্টে ৪ বন্ধুকবাজ এসে হামলা চালায়, ওখানে মৃত্যু হয় ২ পুলিশ কর্মীর। এর পর সেই ২ পুলিশ কর্মীর দেহ হাসপাতালে পৌঁছানোর পর দ্বিতীয় জঙ্গি হামলা হয়, আত্মঘাতী বিস্ফোরণের দ্বারা। পুলিস সূত্রে দাবি, হাসপাতালে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছেন বোরখা পরা এক মহিলা। জানা গিয়েছে, ওই মহিলা আগে থেকেই হাসপাতালে ছিলেন। এই জঙ্গি হামলায় ৪ পুলিশ কর্মী সহ আরো ৩ ব্যক্তির মৃত্যু ঘটে।

পুলিস সূত্রে খবর, হাসপাতালের আত্মঘাতী বিস্ফোরণে প্রায় ৮ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। হাসপাতালের আত্মঘাতী হামলায় আহতদের বেশির ভাগের অবস্থাই আশঙ্কাজনক। খাইবার পাখতুনখোয়ার জেলা পুলিশ প্রধান সালিম রিয়াজ জানিয়েছেন, এই প্রথম এই এলাকায় কোনও মহিলা আত্মঘাতী জঙ্গির সাহায্যে হামলা চালানো হল।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, খাইবার পাখতুনখোয়ায় এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নামের জঙ্গি সংগঠন।

Table of Contents

error: Content is protected !!