১০ এর মধ্যে ৭জন মহিলা করছেন পরকীয়া, না এটা আমাদের মন্তব্য নয়। তথ্য পেশ করেছে ডেটিং app গ্লিডেন। ২০০৯ এ তৈরী এই app, ফ্রান্সে থেকে যাত্রা শুরু। ২০১৭ সালে ভারতে আসে গ্লিডেন। ৫ লাখের ও বেশি ভারতীয় ইউসার ব্যবহার করেন এই অনলাইন app। তাদের ওপর সমীক্ষা থেকে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় দেখা গিয়েছে, দশের মধ্যে প্রতি সাতজন মহিলা পরকীয়া করছেন। কেন’র উত্তরে জানিয়েছেন, স্বামীকে বাড়ির কম কাজে প্রয়োজন মতো পান না; কারও ব্যক্তব্য, দীর্ঘদিনের দাম্পত্য জীবন নির্ল হয়ে পড়েছে, আলাদা কোনো উত্তেজনা তারা বিবাহিত জীবনে পাচ্ছেন না। তাই পরকীয়ায় জড়িয়ে পড়েছেন তারা।
গ্লিডেন জানিয়েছে, বেঙ্গালুরু,মুম্বাই ও কলকাতা, প্রধানত এই ৩ শহরের মহিলারা জড়িয়ে পড়ছেন পরকীয়ায়। গ্লিডেন আরো জানিয়েছে, ১০ জনের মধ্যে ৪ জন মহিলা বলেছেন, পরকীয়ায় জড়িয়ে পড়ার পর থেকে স্বামীর সাথে সম্পর্ক আরো বেশি দৃঢ় হয়েছে। ৫ লাখ ইউসার এর মধ্যে ২০% পুরুষ ও ১৩% শতাংশ মহিলা পরকীয়ায় জড়িয়ে পড়ার কথা স্বীকার করেছেন। ৩৪ থেকে ৪৯ বয়সী মহিলাদের মধ্যে পরকীয়ায় জড়িয়ে পড়ার প্রবণতা দেখা গিয়েছে।