প্রচেষ্টা_প্রকল্পের_নুতন_অর্ডার (Prachesta)
প্রচেষ্টা’ (Prachesta) প্রকল্পটি সংশোধিত রূপে আবার কার্যকরী হলো। তবে কারা এই প্রকল্পের আওতায় আসবেন
তার কিছু রূপরেখা রাজ্য সরকার দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
কারা এই Prachesta এককালীন ১০০০ টাকা পেতে পারেন ?
১) যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ।
২) যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ।
৩) *পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প যেমন- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা ( SSY ) প্রকল্পের এবং MGNREGA (১০০ দিনের কাজ) প্রকল্পের সুবিধা পান না শুধুমাত্র তেমন ব্যাক্তি ই এই Prachesta প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।*
৪) *পরিবারের মধ্যে শুধুমাত্র একজন ই* Prachesta দরখাস্ত করতে পারবেন । ( পরিবার= স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানগণ )।
৫) কৃষি কাজে নিযুক্ত কোনো শ্রমিক এই Prachesta প্রকল্পে আবেদন করতে পারবেন না।
৬) জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শহরাঞ্চলে এস. ডি. ও এবং গ্রামাঞ্চলে বি. ডি. ও , যারা দরখাস্ত গ্রহণ করবেন, তারা পরীক্ষা ও যাচাই করবেন – দরখাস্তকারী বা দরখাস্তকারিনী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কিনা, তার অন্য কোন আয়ের উৎস যদি না থাকে এবং আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কিনা ইত্যাদি ।
৭) উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন – দরখাস্তকারী বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত তাহলে, তার দরখাস্ত বিবেচিত হবে ।[embedyt] https://www.youtube.com/watch?v=QBsfNkeakB0[/embedyt]
৮) বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য রাজ্য সরকারের Prachesta “ প্রচেষ্টা “ প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে ।Prachesta
ওয়েবসাইট- prachestawb.in(ওয়েবসাইটের সার্ভার খুবই স্লো আপনারা একটু ওয়েট করুন, সার্ভার ঠিক হয়ে গেছে আপনারা ডাউনলোড করতে পারবেন) Join Our Telegram Channel for more update https://t.me/wbupdate
>>পশ্চিমবঙ্গের বাইরে আটকে থাকা পশ্চিমবঙ্গের অধিবাসীদের জন্য ইমারজেন্সি পাস Visit Now
ডাউনলোড শুরু হয়ে গেছে(প্রচুর সার্ভারের সমস্যা দেখা যাচ্ছে,একটু ওয়েট করুন সার্ভার ঠিক হলে পুনরায় আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন) বিশদ জানতে চোখ রাখুন https://wb.gov.in/. App Download Link https://prachestawb.in/
৯) সবশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রমদপ্তর দরখাস্তকারীদের প্রদত্ত ব্যাঙ্কে ঐ অর্থ সরাসরি পাঠিয়ে দেবে ।
দরখাস্ত কিভাবে করবেনঃ-
১) আবেদনকারীকে *শুধুমাত্র অনলাইনে*Prachesta *প্রচেষ্টা* (Prachesta app) অ্যাপ দ্বারা আবেদন করতে হবে। *অফলাইনে কোনো আবেদন পত্র গৃহীত হবে না।*
#প্রচেষ্টা Prachesta অ্যাপ টি গুগল প্লে স্টোর থেকে আগামী সোমবার (04/05/2020) পরে ডাউনলোড করা যাবে।।
২) নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে ।
৩) ভোটার কার্ডের নং, ডিজিটাল রেশন কার্ডের নং এবং আধার কার্ডের নং দিতে হবে ।
৪) ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে ।
৫) মোবাইল নং দিতে হবে ।
৬) ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, Account নং এবং IFS কোড সতর্কতার সাথে ঠিকভাবে পূরণ করতে হবে ।
৭) দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের ক্যান্সেল চেক বা ব্যাঙ্কের Account বই এর প্রথম পাতা যেখানে নাম, Account নং এবং IFS কোড ইত্যাদি আছে- এই চারটি ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে ।
## একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু মাত্র একজন আবেদনকারীর জন্যই প্রযোজ্য।
আবেদন করার শেষ তারিখ ১৫ ই মে।
Status | Details |
Government | West Bengal |
Project | Prachesta |
Start date | 04-05-2020 |
Close date | 15-05-2020 (approx) |
Link | wb.govt.in |
Download | prachestawb.in |
সার্ভারের প্রবলেম এর জন্য, অ্যাপটি ডাউনলোড করতে অসুবিধা হতে পারে, Wait করুন, সার্ভার ঠিক হয়ে গেলে আপনি ডাউনলোড করতে পারবেন পুনরায় Prachesta
প্রচেষ্টা ফর্ম ফিলাপের পদ্ধতি :
১) যেকোনো ইন্টারনেট যুক্ত অ্যান্ড্রয়েড ফোনে নিজ নিজ SIM / মোবাইল নম্বর ব্যবহার করে, মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরে ও.টি.পি. আসবে *(একটি SIM / মোবাইল নাম্বার থেকে একবারই ফর্ম ফিলাপ করা যাবে ।)*
২) ওই ও.টি.পি. ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরই *APPLY NOW* আসবে।
৩) জীবিকা, ব্যাঙ্ক ডিটেইলস দিতে হবে।
৪) উপভোক্তার *আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড* —
তিনটির মধ্যে যে কোনো একটির ডিটেইলস দিয়ে ফর্ম পূরণ করতে হবে । *যেটা ব্যবহার করা হবে, তার ফটো আপলোড করতে হবে।*
এবং উপভোক্তার নিজের *রঙীন পাসপোর্ট ফটো আপলোড* করতে হবে।
৫) অবশেষে রেশন কার্ডের ধরন ও রেশন কার্ড নাম্বার দিয়ে *SUBMIT* করতে হবে। *এটা বাধ্যতামূলক।*
যতক্ষণ না সাকসেসফুল দেখায় ততক্ষণ বারংবার *SUBMIT* করতে হতে পারে।
*বি: দ্র:-*
১। অ্যান্ড্রয়েড ফোন না থাকলে, অন্য কারও অ্যান্ড্রয়েড ফোনে নিজের SIM / মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।
২। GPS / Location *ON* রাখতে হবে।
Govt. Of West Bengal start a project called Prachesta, its for work less people in west bengal for one people who income for her family , prachesta prakalpa is running 1st time in from fillup format, but a huse people line in office for deposit & submit their prachesta from deposit office, the reason, govt. change the process steps for apply prachesta from to prachesta application, prachesta application till 15/05/2020, you are requested to apply prachesta apply in between 15/05/20,
Thank you for stay with us,