new international airport

ত্রিপুরা আগরতলা এয়ারপোর্ট যেটা বড়ো করার জন্যে ইন্ডিয়া এক্সট্রোনলো বাংলাদেশ কে অনুরোধ করেছেন যে কিছু জমির বেবস্থা করে দেওয়ার জন্যে।
যাতে ভবিষৎ তে বড়ো করা যায় এটি হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের এয়ারপোর্ট বাংলা দেশের ব্রাহ্মণবাড়িয়ে জেলার খুব কাছে ,বর্ডারের গায়ে ,ত্রিপুরা প্রধান মন্ত্রী বিপ্লবদেব বলেছেন যে এই এয়ারপোর্ট টি বড় করার জন্য আর বড় এয়ারক্রাফট নামার জন্যে যে সুবিধা দরকার
তাই এয়ারস্ট্রিপ কে এক্সটেন্ট করা খুব দরকার ,তার জন্যে এয়ারপোর্ট কে বড়ো করা খুবই জরুরি তাই ভারত ও বাংলা দেশ মিলে আলোচনায় বসেন আলোচনায় ভারত সরকার বাংলাদেশ সরকার কে অনুরোধ করেছেন যে কিছু জমি দেওয়ার জন্যে।

বিপ্লব দেব বলেছেন যে এই এয়ারপোর্ট বড়ো হায়ার পর এই আয়ার্পোটি ইন্টারনেশনাল এয়ারপোর্ট ঘোষণা করা হবে।
ভারতের সাথে সাথে বাংলাদেশের নাগরিক দের অনেক সুবিধা পাবেন।
বিপ্লব দেব আরো বলেছেন বাংলাদেশ থেকে অনেক যাত্রী ত্রিপুরা যাওয়া আসা করে তার জন্যে অনেক কম টাকা খরচ হবে বলে জানিয়ে ছেন। আর কম সময়ে মধ্যে যাতায়াত হবে। আরো বলে ছেন এই এয়ারপোর্ট টি তৈরি করতে প্রায় দুই হাজার কোটি টাকা খরচ হবে।

Leave a Comment

error: Content is protected !!