ছোটোখাটো কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছিল, বেলাশেষে ঝরলো রক্ত। তৃতীয় দফার ভোটে মৃত্যু হলো এক যুবকের। ২০১৯ লোকসভা ভোটে প্রথম প্রাণহানি ঘটলো পশ্চিমবঙ্গে।
মৃতের নাম পিয়ারুল আবুল কালাম। রানিতলা বালিগ্রামে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন পিয়ারুল। তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে লাঠালাঠি শুরু হয়। লাঠি ও বাঁশ নিয়ে একে অপরের ওপর চড়াও হয়,সেই সংঘর্ষের মাঝে পরে যায় পিয়ারুল। সেই সংঘর্ষে গুরুতর ভাবে ঝাখম হন তিনি, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় পিয়ারুলের। আজ তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে বালুরঘাট, উত্তর মালদা,দক্ষিণ মালদা,মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে।