2019 বিশ্বকাপে ভারত

09 জুন, 2019,
গতকাল বিশ্বকাপের 14নং ম্যাচে মুখোমুখি হয় ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাটিং এর সিধান্ত নেয় ক্যাপ্টেন কোহলি। ব্যাট করতে নেমে প্রথমে দুই ওপেনার ধৈর্য শক্তির পরিচয় দেয়। বল পুরোনো হতেই চার – চয়ের বন্যা বইয়ে দেয় ভারতীয় ব্যাটসম্যানরা। 50 ওভারের শেষে 5 উইকেট হারিয়ে ইন্ডিয়ার স্কোর 352। ধাওয়ান 117(109), কোহলি 82(77), রোহিত 57(70)।
353 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা শুরুটা ভালোই করেন কিন্তু বুমরাহ আর ভুবেনেশ্বরের বোলিংয়ের দক্ষতায় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছ থেকে ছিনিয়ে নেয় এই ম্যাচ। 50 ওভার শেষে 316 রানে গুটিয়ে যায় গোটা অস্ট্রেলিয়ান দল। স্মিথ 69(70), ওয়ার্নার 56(84), ক্যারি 55(35)* ও ভুবেনেস্বর 10-50-3, বুমরাহ 10-61-3।
ম্যাচের সেরা শিক্ষার ধাওয়ান।

IMG 20190610 103446
IMG 20190610 003811
IMG 20190610 003659
IMG 20190610 003543
IMG 20190610 003436
error: Content is protected !!