বাথুয়াড়ীর মসজিদমোড়ে ধরা পরল প্রচুর দেশি মদের বোতল আজ সকাল দশটা নাগাদ ধরা পড়লে বাথুয়াড়ীর মসজিদমোড়ে দেশি মদের বোতল, সূত্রের খবর ভবানীচক থেকে পিলিজ খান বার গামী একটি টোটো তে একজন মহিলা যাচ্ছিলেন ,আচমকা রাস্তায় একটি গাড্ডা পড়ে যাওয়ায় টোটো ভ্যান উল্টে পড়ে, এবং টোটো পাল্টি খেয়ে যায়, ভ্যানে থাকা মহিলার চোট লাগে এবং বেরিয়ে পড়ে টোটো তে থাকা অসংখ্য মদের বোতল, স্থানীয়দের দাবি ওই টোটো চালক টি মদ খেয়ে টোটো চালা ছিল তাই উল্টে গেছে। লোকাল পুলিশ এসে চালককে আটক করে নিয়ে যায় এবং স্থানীয়রা ওই মদের বোতল ভেঙ্গে ফেলে,