বাজ পরে বেদিক ভিলেজ এ আগুন !

বৈদিক ভিলেজ আগুনে ভস্মীভূত ! সোমবার সন্ধ্যায় কলকাতা সহ বিভিন্ন উপকূলে ভারী মাত্রায় ঝড়বৃষ্টি হয় বজ্রবিদ্যুৎ সহ।তারপর সেই ভিলেজ এ বজ্র পরে। সেখানে খড়ের উপর বজ্র পরে আগুন লাগে। বেদিক ভিলেজ রান্নাঘর, স্টাফ হাউস, অভ্যর্থনা সহ বিভিন্ন স্থানে আগুন লাগছে। প্রাথমিকভাবে, বেদিক ভিলেজ কর্মীরা জলাধার থেকে জল আনতে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু এটি কাজ করে না। অগ্নিকাণ্ডে 1২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।

ফায়ার সার্ভিস মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গিয়েছিলেন। এরপর আগুন দেখে কিভাবে তদন্ত করা হবে।” গ্রামবাসীদের বাসস্থান আগুন থেকে অনেক দূরে ছিল না। কিন্তু রেস্টুরেন্টটি পুড়ে গেছে বিভিন্ন জায়গায়। যদিও কারুর কিছু হয়নি। সবাই ভীত হয়ে আছে।

Table of Contents

error: Content is protected !!