দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রী দের পাশে ALC MEDINIPUR

STAFF NEWS REPORTER – (SATMILE)

চারিদিকে যখন পরিবেশ সংকটে পড়েছে , তখনই একদিকে এক অভিনব কাজের নজীর সৃষ্টি করল এ লিটল কন্ট্রিবিউশন নামে এক সংস্থা। মাধ্যমিকে উত্তীর্ণ কিছু মেধাবী ও দুস্থ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়ে। এই সমস্ত মেধাবীদের পাশে দাঁড়িয়ে দ্বায়িত্ব নিয়েছেন 2 বছরের..হাতে তুলে দেওয়া হয়েছে বই খাতা পেন ও প্রয়োজনীয় স্কুল সামগ্রী আর সঙ্গে কিছু চারা গাছ, যাতে করে তারা সাহস পায় ওদের ভবিষ্যত গুলোকে আবার নতুন ভাবে দেখতে । এই বছরের ওরা ছয় জন মেধাবীদের পাশে দাঁড়িয়েছেন। সঙ্গে পরিবেশ সুরক্ষার্থে বৃক্ষ রোপণের কাজ শুরু করেছেন । সংস্থার এক সদস্য জানান ‘এই সব ছাত্র ছাত্রীদের সংখ্যা রয়েছে অনেক, যাদের অর্ধেক স্বপ্ন ভেঙে যায় অভাবের টানে, কেউ কেউ তো আবার হাল ধরে নিয়েছে সংসারের, আমরা নিজেরা কেউ কর্মরত নই, যতটা সম্ভব আমরা চেষ্টা করছি , এভাবে যদি সবাই এগিয়ে আসেন তাহলে আজ ছয় জন নয় ষাট বা তার অধিক মেধাবীদের পাশে আমরা দাঁড়াতে পারবো’ ।
ধন্যবাদ জানিয়েছেন ওদের যারা ওদের পাশে দাঁড়িয়েছেন ।

IMG 20190702 WA0025
IMG 20190702 WA0026
picture collected by A Little Contribution fb page
error: Content is protected !!