৮০ হাজারেরও বেশি বেতন, প্রায় ২ হাজার শুন্যপদে নিয়োগ করবে বিএসএফ।

বর্ডার সিকিউরিটি ফোর্সে ১০৭২ জন হেড কনস্টেবল(রেডিও অপারেটর ও রেডিও মেকানিক) নিয়োগে করবে বিএসএফ। যোগ্যতা অনুযায়ী সমস্ত ভারতীয় আবেদন করতে পারবেন।

রেডিও অপারেটর পদে ৩০০ জন নিয়োগ করা হবে, রেডিও মেকানিক পদে ৭৭২ জন নিয়োগ করা হবে। কিন্তু রেডিও অপারেটর ও রেডিও মেকানিক এর জন্য মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় ৬০% নম্বর পেতে হবে।

এই পদের বয়সসীমা ১২ই জুন ২০১৯ এ ১৮ থেকে ২৫ বছর বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্যান্ডিডেটরা বয়সের উর্দ্য সীমায় ছাড় পাবে।

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, নথিপত্র বাছাই ও মেডিকেল টেস্ট। লিখিত পরীক্ষার তারিখ ২৮ জুলাই ২০১৯। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও নথিপত্র যাচাই হবে ৯ই অক্টোবর। ডেসক্রিপটিভ পরীক্ষা হবে নভেম্বরের ২৪ তারিখ। আবেদনের সময় রেক্রুমেন্ট সেন্টার বাছাই করতে হবে।

আবেদনের তারিখ ১৪ই মে থেকে ১২ই জুন ২০১৯ অবধি। আবেদনের সময় অবশ্যই বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

আবেদনের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন:–

http://www.bsf.nic.in/


Leave a Comment

error: Content is protected !!