৩৭০ ধারা টা তোলা ঠিক হয়নি বলেন মমতা বেনার্জি

মমতা বেনার্জি বলছেন যে ৩৭০ ধারা টা তোলা ঠিক হয়নি এতে আমার মতামত ছিলোনা আরো বলেছেন যে সেখান কার জনসাধারণের মতামত নিতে হতো ,আরো বলছেন যে মেহেবুব মুফতি ও উমার আব্দুল্লা ওরা নির্দোষ তারা সন্ত্রাসবাদি নয় তাদের জেল থাকে মুক্তি দিতে হবে এই কথা বলেছেন।
আর যে পক্রিয়া টা ছিল সেটা ঠিক ছিল না
শ্রমিক পাত্রা বলছেন যে আমি তাদের না সমর্থন করতে পারি না বিরূদ্ধে যেতে পারি ,বিরুদ্ধে যেতে চাই চেন যেতে পারতেন।
মমতা বেনার্জি কে বলতে বলছেন যে তিনি তাদের সাথে আছে না তাদের বিরুদ্ধে এই তা পরিষ্কার করে বলতে বলছেন।

মকারেছ ভাট্টি বলছেন যে মায়াবতি ভাই সমস্ত কথা জানে ,এই জন্য এরা তাদের দলের হয়ে বলছেন।আবার বলছেন মায়াবতি এদিক সেদিক কথা
বলেছেন কারণ তার জালে যাওয়া ভয় ছিল আবার মমতা বেনাজি ও একই কথা বলে ছিলেন ঠিক একই কারণে।
আমার জন্যে শুধু খুদা আর কেউ কিছু না।

Leave a Comment

error: Content is protected !!