বাথুয়াড়ী ২নং গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠীর ৯ লক্ষ টাকার প্রতারণা

বাথুয়াড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত দ্বারা নিয়ন্ত্রিত স্বনির্ভর গোষ্ঠী গুলির সুপারভাইজার ও স্বনির্ভর গোষ্ঠী নিয়ন্ত্রিত সংঘের পরিচালন কমিটির নেত্রীদের বিরুদ্ধে ৯ লক্ষ টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠল,

সূত্রের খবর অনুযায়ী, নতুন গোষ্ঠী করার নাম করে ও নতুন গোষ্ঠীগুলোর সিসি একাউন্ট এর সই নকল করে অসংখ্য স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় SHG সংঘের কিছু নেত্রী,

ব্যাংকের একাউন্ট চেক করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় এখন অনেক নেত্রী পলাতক,

তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, স্থানীয় গ্রাম প্রধানের উক্তি “অভিনেত্রী গুলো দের কাছ থেকে টাকাগুলো ফেরত নেওয়ার পর অভিযুক্ত দের জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে “

(তথ্য-সংগৃহীত – স্বনির্ভর গোষ্ঠী bathuari – ii)

Leave a Comment

error: Content is protected !!