বন্ধ হয়ে যেতে পারে ভারতীয় ক্রিকেটার দের বিদেশ যাত্রা

বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে জেটের সমস্ত পরিষেবা। জেট এয়ারলাইন্স বিপাকে বিসিসিআই। জেট এয়ারলাইন্স এই যাওয়ার কথা ছিল বিশ্বকাপগামী ভারতীয় দলের। ২২ মে ৩০ টি বিসনেস ক্লাসের বুকিং করেছিল বিসিসিআই। জেট এয়ারলাইন্স বন্ধ হওয়ায় বিকল্প পদ্ধতির কথা ভাবছে বোর্ড। বিশ্বকাপ দোল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই।

বিশেষ সূত্রে খবর, বিশ্বকাপের স্পনসর এমিরেটস এয়ারলাইন্স এর সাথে কথা চালাচ্ছে বোর্ড কর্তারা। পাশাপাশি ভার্জিন এয়ারলাইন্স এর সাথেও কথা চলছে, গতবার এই এয়ারলাইন্স এই ইংল্যান্ড রওনা দিয়েছিলো ভারতীয় ক্রিকেট টীম। প্রয়োজনে সাপোর্ট স্টাফ কে অন্য ক্লাসে ব্যবস্থা করে দেয়া হবে। কমপক্ষে ২৫ টি বিসনেস ক্লাস সিট্ প্রয়োজন ভারতীয় ক্রিকেটারদের জন্য।

২২ মে ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় বিশ্বকাপগামী দল। ২৫ মে নিউ জিল্যান্ডের সাথে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে ইন্ডিয়ার। তাই যেন তেন প্রকারে ইংল্যান্ড উড়ে যাবে বিরাট বাহিনী।

Leave a Comment

error: Content is protected !!